গুগল এডসেন্স থেকে আয় করার সহজ উপায়
Making Money From Google Ad senseগুগল এডসেন্স নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন। বিশেষ করে ব্লগ অথবা ইউটিউব থেকে যারা আয় করতে চাচ্ছেন, ওরা এডসেন্স নিয়ে অনেক কিছুই জানতে চাই। আজ আমি এই ছোট্ট আর্টিকেলে সব প্রশ্নের জবাব দিতে না পারলেও গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করব। আমার জানা মতে এডসেন্স থেকে অনেকেই ভাল উপার্জন করছেন। বিদেশীদের কথা না হয় বাদই দিলাম, এই দেশে অথবা এই উপমহাদেশে এমন অনেক ইউটিউবার আছেন, যাদের মাসিক আয় কয়েক লক্ষ টাকা। আমি আমার পরিচিত এক ব্লগার'কে প্রশ্ন করেছিলাম যে, মাসে তোমার আয় কত! সে হেসে বলেছিল, আরে বেশি না! কোন রকম একটি মারুতি সুজুকি গাড়ি নেওয়া যাবে। আমার মনে হয়, আমাদের দেশের যে কেউ বেকার থাকার চেয়েও মাসে পঞ্চাস ষাট হাজার টাকা ইনকাম করতে পারলেও হেসে খেলে জীবন তার সুন্দর যাবে। কিন্তু, শুধু ব্লগ অথবা ইউটিউব চ্যানেল বানালে তো হবে না, এডসেন্স থেকে টাকা ইনকামের জন্য এডসেন্সের কিছু নিয়ম আছে। সকল নিয়ম যথাযত ভাবে পূরণ করা হলেই কেবল এডসেন্স একাউন্ট করা যাবে। আসুন তাহলে কিছু জরুরী বিষয় জেনে নেওয়া যাক।
গুগল এডসেন্স কি?
গুগল এডসেন্স হচ্ছে, গুগলের এমন একটা সার্ভিস যার মাধ্যমে এডভেটাইজ করা হয়। একটু সহজ করে বলি, আপনি নিশ্চয় বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিও গুলোতে কিছু বিজ্ঞাপন দেখেছেন। এই বিজ্ঞাপন গুলো মূলত গুগল এডসেন্সের মাধ্যমে দেওয়া হয়। কেউ যখন এই বিজ্ঞাপন গুলোতে ক্লিক করে বিজ্ঞাপন দাতার সাইটে ভিজিট করেন, তাহলে বিজ্ঞাপন দাতা গোগল
'কে নির্দিষ্ট একটি টাকা দিয়ে দেন। সেই টাকা থেকে সামান্য কিছু গোগল রেখে দেয়। বাকি টাকা ব্লগ অথবা ইউটিউব ভিডিও এর এডমিন বা মালিক'কে দিয়ে দেন। সুতারং বিজ্ঞাপনে যত বেশি ক্লিক পড়বে ব্লগ অথবা ইউটিউব ভিডিও এর মালিকের এডসেন্স একাউন্টে তত বেশি টাকা জমা হতে থাকবে। সর্বোচ্চ ১০০ ডলার জমা হলে গুগল এডসেন্স টাকা'টা ব্লগ বা ভিডিও এর মালিকের ব্যাংকের একান্টে জমা করে দেন। ব্লগ বা ইউটিউব থেকে ইনকামের এটাই সবচেয়ে বড় এবং বহুল ব্যাবহৃত উপায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you ❤️