নিখাদ ভালবাসা খুঁজছেন?
মায়ের কাছে যান।
টাকার মূল্য বুঝতে চান!
বাবার হোটেল থেকে বেরিয়ে ইনকাম করার চেষ্টা করুন,
তারপর বুঝবেন বাবার হোটেলের ভাত কত সস্তা ছিল,
আর নিজের ইনকামের একবেলা ভাতের কত মূল্য 🙃
সুস্থতার শোকরিয়া করতে ভুলে গেছেন,
হসপিটালে গিয়ে দেখুন আপনার মতন কত লোক যন্ত্রণায় ছটফট করছে!!
সন্তানের মায়া বুঝতে চান,
নিঃসন্তান দম্পতির কাছে গিয়ে দেখুন।
অতৃপ্তি,অপূর্ণতায় আপনাকে ঘিরে পেলছে মনে হচ্ছে!!
একটু ভাবুন দিনশেষে আপনি কিন্তু উপাস নেই,
খোলা আকাশের নিচেও রাত কাটাতে হচ্ছেনা,
রাস্তায় রাতকাটানো মানুষগুলোর কথা ভাবুন,
তাহলে আর নিজের মধ্যে অতৃপ্তি,অপূর্ণতা এসবের জন্য হাহাকার চলবেনা।
মাঝেমধ্যে আমারও মনে হয়,
এভাবে কি আর জীবন চলে,
কয়টাকা ইনকাম করতেছি,
মাসশেষেত এক টাকাও অবশিষ্ট থাকেনা,
উল্টো দেনা হয়ে যায়।
কিন্তু তবুও আপনি তিনবেলা খেয়ে পড়ে ভাল আছেন,
আপনার একটা কাজ আছে,
কাজের মূল্য বুঝার জন্য বেকারদের কাছে যান।
তরুনদের মাঝে ভালবাসা ছাড়া আর কিছুই মাথায় আসেনা তরুণ বয়সে,
আর এই তরুণ বয়সেই বেশীরভাগ তরুণের জীবনগল্প বদলে যায় শুধুমাত্র অপরিণত বয়সের ভুল সিদ্ধান্তের কারণে।🙃
সময়ের মূল্য বুঝার জন্য,
এবছর এসএসসিতে ফেইল করা ছেলেটার কাছে যান।
জীবন প্রতিটা মূহুর্তে পরিবর্তিত হচ্ছে, ❤👳❤
কারো অগোচরে,কারো চোখের সামনে।
বয়স যতই বাড়তে থাকে,
জীবন ততই শিখাতে থাকে,
কিন্তু পরিণত বয়সে এসে শিখে তেমন একটা লাভ হয়না,
কারণ
ভুলত অপরিণত বয়সেই করে পেলি আমরা😥
#একান্ত_দর্শন #BA505ফেসবুক পোস্ট লিংক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you ❤️