কৃতজ্ঞতা ❤🙏

গতকাল ১৬ই সেপ্টেম্বর ফেসবুকীয় নিয়মানুসারে আমার জন্মদিন ছিল,
অনেকেই কষ্ট করে দু-চার লাইন লিখেছেন,দু-একজনের ফোনকলও পেয়েছি,ম্যাসেন্জারেও উইশ করল দু-চারজনে।
সব মিলিয়ে চেনা-পরিচিত মানুষগুলোই বরাবরের মতন এই দিনটায় কিছু লিখে,এবার অবশ্য অনেক পরিচিতরাও নিরব ছিল।
সবার প্রতি রইল
ভালবাসা❤ধন্যবাদ😍কৃতজ্ঞতা🙏

আমি আসলে এই দিনটা নিয়ে তেমন কিছুই ভেবে বের করতে পারিনা,
একবার ভাবুনত ফেসবুকে যদি এই জন্মদিনের অপশনটা না থাকত তাহলে অবস্থা কি দাঁড়াত?
হ্যা আমি আপনি নিজের জন্ম তারিখও ভুলে যেতাম(হতেও পারত এমনটা)
তবে এখনকার এই ফেসবুকীয় জন্মদিনের দিনই একটা জিনিসই বুঝা যায়,
আপনাকে কে কতটা কাছের মনে করে কিংবা মনে রাখল!!
এটা আমার ব্যাক্তিগত অভিমত।
যাই হোক,কখনো এই দিনটা নিয়ে আমি উত্তেজিত ছিলাম না,হওয়ার কথাও না,
একেত জন্মদিন পালন করিনা,
দুইয়ে এটাতে কেমন জানি নিজেকে বেমানান লাগে,
নিতান্ত সাধারণ এক পরিবারে বেড়ে উঠা,
ছিলনা কোন বিলাসিতার ছোঁয়া,
আমার কেন জানি উদ্ভট লাগে,
কি আছে কেকটা কেটে সবাই মিলে খাওয়ার মধ্যে?😝😝😁
আমি হয়তবা ক্ষেত,আতেল টাইপের তাই আমার অনূভুতিটা এরকম নিরামিষ😁😝

আরও একটি বছর গত হয়ে গেল জীবন থেকে এই জন্মদিনের মধ্যে দিয়ে,
পাওয়া-না পাওয়া,অভাব,অপূর্ণতা সব মিলিয়ে খারাপ না,বছরটা ভালই গেল,
উৎকন্ঠা শুধু চলতি/সামনেরটা নিয়ে।
মনে রাখার মত একটি বছর অতীত হল,
মে মাসে মা'র অপারেশন হল,আগষ্টে থ্যারাপি,
কষ্ট,হারানোর চিন্তা,অর্থোকষ্ট,অবহেলা অনেক রূপই দেখেছি গেল বছরটাই।

আশায় আছি ভাল কিছু হবে/পাব জীবনের অদেখা দিনগুলোতে।
স্বপ্নগুলো আমার কখনোই মধ্যবিত্ত ছিলনা,
বেড়ে উঠাটা মধ্যবিত্ত পরিবারে ছিল,
সমাজ কি ভাবছে সেটা কখনোই ভাবিনা,
নিজের পছন্দ,ইচ্ছেটাকে প্রাধান্য দিতেই ভালবাসি,
তাথে সমাজ,রাষ্ট্রও বিরোধিতা করলে আমার কিছু আসে যায়না,সমাজেরও যায়না অবশ্য।
ভালবাসি নিজেকে,মা'কে একটু বেশী বাবার চেয়ে।
এইত জীবন,
চলছে জীবন,
                     #চলুকনা

©#অচলপয়সা

মন্তব্যসমূহ