নানা ধুম্রজাল, নানা জল্পনা, বিচিত্র সব কল্পনাকে উড়িয়ে দিয়ে দূরদর্শী, সুদূরপ্রসারি চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে প্রিয়নেতা বুঝিয়ে দিলেন আপনি বিজ্ঞ, কারো কুমন্ত্রনায় আপনি ভ্রষ্ট হোননা। আপনি আপনিই, আনোয়ারায় আল্লাহর রহমতে নেতৃত্বে আপনি অদ্বিতীয় আর অতুলনীয়।
গত বছরের জানুয়ারীর ৫ তারিখে আনোয়ারার ঐতিহ্যবাহী বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী-২০১৮ অনুষ্ঠানে দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষনা দিয়েছিলেন “আমার বাবার মতন এই বরুমচড়াও আমার দ্বিতীয় জন্মস্থান, বরুমচড়াবাসীর জন্যে আমি কখনো নিজেকে নেতা ভাবি না, আমি বরুমচড়াবাসীর সন্তান ভাবতেই গর্ববোধ করি”।
আনোয়ারাতে আপনার পরে দ্বিতীয় কাউকে সমীহ করলে (তাও যদি আপনার পছন্দসই হয় নচেৎ তালগাছ) উপজেলা চেয়ারম্যানের চেয়ারটাকে। সেক্ষেত্রে আপনার দ্বিতীয় জন্মস্হানের মানুষ হিসেবে বরাবর ই বরুমচড়াবাসী মনেপ্রাণে এই পদের মানুষটি বরুমচড়া থেকে মনোনীত হবে তেমনটাই প্রত্যাশা ছিলো। আমরা বরুমচড়াবাসি আসলেই হতবাক, আপনি কিভাবে জানি আমাদের লালিত চাওয়াটা উপলব্ধি করেছেন আর দ্বিতীয় জন্মস্হানের মানুষগুলোর আবেগকে মূল্যায়ন করলেন।
আমাদের আর চাওয়ার কিছু নেই, আপনার কাছে আপনাদের পরিবারের কাছে বরুমচড়াবাসী চিরকৃতজ্ঞ ও চিরঋণী।
প্রিয়নেতা (আলহাজ্ব Saifuzzaman Chowdhury Jabed এম.পি. মহোদয়) আপনার উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধতা, সুস্বাস্হ্য আর দীর্ঘায়ু কামনা করছি।
গত বছরের জানুয়ারীর ৫ তারিখে আনোয়ারার ঐতিহ্যবাহী বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী-২০১৮ অনুষ্ঠানে দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষনা দিয়েছিলেন “আমার বাবার মতন এই বরুমচড়াও আমার দ্বিতীয় জন্মস্থান, বরুমচড়াবাসীর জন্যে আমি কখনো নিজেকে নেতা ভাবি না, আমি বরুমচড়াবাসীর সন্তান ভাবতেই গর্ববোধ করি”।
আনোয়ারাতে আপনার পরে দ্বিতীয় কাউকে সমীহ করলে (তাও যদি আপনার পছন্দসই হয় নচেৎ তালগাছ) উপজেলা চেয়ারম্যানের চেয়ারটাকে। সেক্ষেত্রে আপনার দ্বিতীয় জন্মস্হানের মানুষ হিসেবে বরাবর ই বরুমচড়াবাসী মনেপ্রাণে এই পদের মানুষটি বরুমচড়া থেকে মনোনীত হবে তেমনটাই প্রত্যাশা ছিলো। আমরা বরুমচড়াবাসি আসলেই হতবাক, আপনি কিভাবে জানি আমাদের লালিত চাওয়াটা উপলব্ধি করেছেন আর দ্বিতীয় জন্মস্হানের মানুষগুলোর আবেগকে মূল্যায়ন করলেন।
আমাদের আর চাওয়ার কিছু নেই, আপনার কাছে আপনাদের পরিবারের কাছে বরুমচড়াবাসী চিরকৃতজ্ঞ ও চিরঋণী।
প্রিয়নেতা (আলহাজ্ব Saifuzzaman Chowdhury Jabed এম.পি. মহোদয়) আপনার উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধতা, সুস্বাস্হ্য আর দীর্ঘায়ু কামনা করছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you ❤️