বাবু পরিবারের সুখ-দুঃখের সারথী,মানবতাবাদী নেতা প্রিয় মোহাম্মদ আলী আঙ্কেলের জন্য শুভ কামনা।

ব্যক্তিস্বার্থের উর্ধ্বে রেখে তিন দশকেরও বেশি সময় ধরে জড়িত তিনি আওয়ামী রাজনীতির সাথে, কখনো পদের ধার ধরেননি। জনস্বার্থে, দলস্বার্থে, বাবু পরিবারের স্বার্থকে প্রাধান্য দিয়ে আজ অব্দি বহু চড়াই উৎরাই পেরিয়ে এখনো সক্রিয় রাজনীতির ময়দানে।

হালুয়া রুটির ভাগ ভাটোয়ারায় যিনি স্বেচ্ছায় বিমুখ, রাজনীতিকে পেশা বানিয়ে যার পথচলা বরাবর ই নয় মূখ্য, মানবসেবা, ভালোবাসা, অহিংসা আর অসাম্প্রদায়িকতা এবং নৈতিকতা ও নেতার আনুগত্যতা ই যার রাজনীতির নীতি, হাতিয়ার।

ইসলাম মানেই সাম্য, আর সাম্য মানেই মানবতা আর মানবতা মানেই বাবু মিয়া আর তাঁর পরিবার এই তত্ত্ব নিয়েই আনোয়ারার আনাচে কানাচে গত তিন দশক ধরে চষে চলেছেন আনোয়ারার দু:খী, অসহায়, দুস্থ আর মজলুম মানুষদের সারথী হয়ে প্রিয় বাবু পরিবারের দোসর হয়ে তিনি ই তো দাবি রাখেন উপজেলা চেয়ারম্যান পদের, হক রাখেন প্রিয়নেতার কাছে।

তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মানবতাবাদী, প্রিয়নেতা আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের সমাজকল্যাণ উপদেষ্টা মোহাম্মদ আলী চাচাকে  চেয়ারম্যান পদে দেখতে চাই। প্রত্যাশা রইলো প্রিয়নেতা আমাদের বিমুখ করবেন না।

মন্তব্যসমূহ