শুভ ইংরেজী নববর্ষ ২০১৮

বছরত বছরই, বাঙ্গালী হিসেবে বাংলা নববর্ষটাই পালন করা হয়,ইংরেজিটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে(কারনগুলো নাই বললাম শুভদিনের প্রারম্ভে।
২০১৭ গত হল আমার- অভাব,নতুন কিছু পাওয়া, হারানোর বেদনা,আশাহত,হতাশা আর ভালবাসার মধ্য দিয়ে,
যতটা না হারিয়েছি তার ছেয়ে কম কিন্তু পাইনি,
পাওয়া না পাওয়ার হিসাব কষতেই আমাদের বছর কেঠে যায়,
বছর শেষে হিসেব গরমিল এটাই মানবজীবনের একটা রীতি হয়ত।
সদ্য উদয় হল ২০১৮ সালের প্রথম রক্তিম আভা,
যার মধ্য দিয়ে সূচনা হল আরও একটি নতুন বছরের,
আশায় বাচে মানুষ, তাই ১৭ এর ব্যাঘ্রলাঞ্ছন মুছে পেলে ১৮ তে ভাল কিছুর আশা করতেই পারি,
১৮ হোক পাপমুক্ত পূণ্যময় একটি বছর,
১৮ হোক সফলতার সাক্ষী,
১৮ হোক নবীনের বিজয়,
১৮ হোক নবদিগন্তের সূচনা,
১৮ হোক প্রেমিক যুগলের স্মরণীয় বছর,
১৮ হোক পাপমুক্ত,
১৮ হোক মা,বাবার জন্য ভালবাসা,
১৮ হোক ঋণমুক্তির বছর,
১৮ হোক বিজয়ের সূচনা,
১৮ হোক ন্যায়ের প্রতিকস্বরুপ,
১৮ হোক তোমার,আমার,
১৮ হোক বোনের জন্য ভাইয়ের ভালবাসা,
১৮ হোক বাল্যবিবাহ মুক্তিলাভ,
১৮ হোক সড়ক দুর্ঘটনাবিহীন,
১৮ হোক বাঙ্গালীর বিশ্বজয়,
১৮ হোক পৃথিবীর আলোয় সদ্য জন্ম নেওয়া নবজাতকের আস্থার ঠিকানা,
১৮ হোক ক্ষুধামুক্তির বছর,
১৮ হোক দারিদ্র লাঘবের বছর,
১৮ হোক দুঃখ ভুলার বছর,
১৮ হোক শ্রমিকজনতার অধিকার আদায়ের বছর।
২০১৮ হোক সবার জন্য সফলতার সাক্ষর,বিজয় লাভ, দুঃখ মোছন,
পাপমুক্ত,পূণ্যময় একটি বছর,
ভাল থাকুন,ভাল রাখুন কাছের মানুষগুলোকে,
ভাল রাখুন চারপাশটাকে।
অনেক অনেক শুভ কামনা ১৮ সালের মানুষগুলোর তরে।


#সালাম_মোহাম্মদ_আরিফ

মন্তব্যসমূহ