বিয়ে_বিভ্রাট.. ♦অচল পয়সা

১#♦অরিন সবেমাত্র মাধ্যমিক পেরিয়ে কলেজে ভর্তি হল, একটু চাপা স্বভাবের মেয়ে,একেবারেই শান্তশিষ্ট, ভদ্র একটা মেয়ে।
তার কাছে জীবন বলতে শুধু ঘুমানো,ঘুম থেকে উঠে নাস্তা করে রেড়ি হয়ে কলেজে যাওয়া এসবি।
কিন্তু কিছুদিন হল #অরিন আর আগের মত কথাও বলেনা,কলেজে ও যায়না।
♦অরিনের বান্ধবি ♣নিরু পরে জানতে পারল অরিনকে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে তার বাবা।
২#
পাত্র দেখাও শুরু হয়ে গেল,একদিন তাদেরই একি থানার একটি ছেলে ♦অরিন কে দেখতে একটা রেষ্টুরেন্টে আসল, ছেলেটার সাথে আসল মামাতভাই, আর ♦অরিনের সাথে গেল তার দুইটা ভাবি,আর সাইফুল আঙ্কল,
যাক ১১টা নাগাদ ছেলেপক্ষ রেষ্টুরেন্টে আসল,
শুরু হল কথা বলা আর দেখার পালা, ভাবি ♦অরিনকে মুখের হিজাব খুলতে বলল,সেতো বাধ্য মেয়ের মত হিজাব খুলে বসে থাকল, ও বলাই হলনা পাত্রের নাম ♦অনিক, স্বাস্থ্য ভাল,লম্বা,সুন্দর, একটা ছোটখাট বেসরকারি চাকরি করে,
অনিক দেখল অরিনকে, কিসে পড়ে,বাসায় কে কে আছে,আরও কত কি,
শেষতক দেখাদেখির পর্ব শেষ হল,
ভাবি আচমকা ♦অনিকের নাম্বার চেয়ে বসল,
অনিক ও দিয়ে দিল ভদ্রতার খাতিরে.........
৩# ♦অনিকরা পরে মতামত জানাবে বলে চলে গেল।
>>>>>>>>>>>><<<<<<<<<<<
→বাকি অংশ শ্রীঘই আসিতেছে......

মন্তব্যসমূহ