২০০৬ সালের কথা,আমাদের বরুমচড়া সওদাঘর দিঘীর পাড়ে বাবু ভাইক সংবর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্টানের আয়োজন করা হয়েছিল,
সেই অনুষ্টানে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল এই মহান মানুষটাকে,আমরা ফুলের ড়ালা হাতে সারিবদ্ধভাবে দাড়িয়ে ছিলাম ওনাকে বরন করার জন্য।
ওই অনুষ্টানে ওনার একটা কথায় অবাক হয়েছিলাম, বাবু ভাই ড়াকাতদের নিয়ে বলেছিলেন,
# তোমাদের_কি_লাগবে ?
# আমার_কাছে_এসো ,
আমি দিব সব কিন্তু
# ড়াকাতি_ছাড়তে_হবে ।
জনগনের প্রতি কতটা ভালবাসা থাকলে এরকম কথা বলা যায়?
সেদিন থেকেই এই মহান মানুষটার জন্য অনেক অনেক শ্রদ্ধা আর ভালবাসা জন্মায়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত নেতা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু' র
৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে উত্তর বরুমচড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে-
রচনার নাম " মোদের অহংকার প্রিয় বাবু ভাই"
খতমে কোরান ও দোয়া মাহফিল
ফ্রি চিকিৎসা ক্যাম্প, স্মরণ সভার অায়োজন করা হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে দাওয়াত গ্রহণ করছেন--
দক্ষিণ চট্টলার মাটি ও মানুষের নেতা মাননীয় ভূমি প্রতিমন্ত্রী আমাদের গর্বের ধন আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম. পি মহোদয়।
প্রধান বক্তা হিসেবে দাওয়াত গ্রহন করেছেন------
বিশিষ্ট শিক্ষাবিদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ স্যার।
রচনা প্রতিযোগিতা-২৭/১০/২০১৭
শুক্রবার সকাল ৯.০০ টায়।
খতমে কোরান ও দোয়া মাহফিল- ০২/১১/২০১৭ সকাল ৭.৩০।
ফ্রি চিকিৎসা ক্যাম্প- ০২/১১/২০১৭ বৃহষ্পতিবার সকাল ৯.৩০।
স্মরণ সভা- ০২/১১/২০১৭ বৃহষ্পতিবার বিকাল ২.৩০ ঘটিকায়।
পুরস্কার বিতরণ-০২/১১/২০১৭ বৃহষ্পতিবার রাত ৬.৩০।
তাবারক বিতরণ- ০২/১১/২০১৭ বৃহষ্পতিবার, রাত ৭.৩০।
আয়োজনে- ৫ নং বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠন।
সেই অনুষ্টানে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল এই মহান মানুষটাকে,আমরা ফুলের ড়ালা হাতে সারিবদ্ধভাবে দাড়িয়ে ছিলাম ওনাকে বরন করার জন্য।
ওই অনুষ্টানে ওনার একটা কথায় অবাক হয়েছিলাম, বাবু ভাই ড়াকাতদের নিয়ে বলেছিলেন,
# তোমাদের_কি_লাগবে ?
# আমার_কাছে_এসো ,
আমি দিব সব কিন্তু
# ড়াকাতি_ছাড়তে_হবে ।
জনগনের প্রতি কতটা ভালবাসা থাকলে এরকম কথা বলা যায়?
সেদিন থেকেই এই মহান মানুষটার জন্য অনেক অনেক শ্রদ্ধা আর ভালবাসা জন্মায়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত নেতা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু' র
৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে উত্তর বরুমচড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে-
রচনার নাম " মোদের অহংকার প্রিয় বাবু ভাই"
খতমে কোরান ও দোয়া মাহফিল
ফ্রি চিকিৎসা ক্যাম্প, স্মরণ সভার অায়োজন করা হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে দাওয়াত গ্রহণ করছেন--
দক্ষিণ চট্টলার মাটি ও মানুষের নেতা মাননীয় ভূমি প্রতিমন্ত্রী আমাদের গর্বের ধন আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম. পি মহোদয়।
প্রধান বক্তা হিসেবে দাওয়াত গ্রহন করেছেন------
বিশিষ্ট শিক্ষাবিদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ স্যার।
রচনা প্রতিযোগিতা-২৭/১০/২০১৭
শুক্রবার সকাল ৯.০০ টায়।
খতমে কোরান ও দোয়া মাহফিল- ০২/১১/২০১৭ সকাল ৭.৩০।
ফ্রি চিকিৎসা ক্যাম্প- ০২/১১/২০১৭ বৃহষ্পতিবার সকাল ৯.৩০।
স্মরণ সভা- ০২/১১/২০১৭ বৃহষ্পতিবার বিকাল ২.৩০ ঘটিকায়।
পুরস্কার বিতরণ-০২/১১/২০১৭ বৃহষ্পতিবার রাত ৬.৩০।
তাবারক বিতরণ- ০২/১১/২০১৭ বৃহষ্পতিবার, রাত ৭.৩০।
আয়োজনে- ৫ নং বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you ❤️