#ফরমালিনমুক্ত_ভালবাসায়_সিক্ত_হলাম আরও একটি বার....
ঘুরে ফিরে আনন্দ বেদনার সংমিশ্রনে কেটে গেল আরও একটি বছর।
ধন্যবাদ যারা কষ্ট করে আমাকে উইশ করেছেন,দোয়া করেছেন প্রানভরে...
কৃতজ্ঞ সেই কাছের মানুষ, বড় ভাই,বন্ধবর,শিক্ষাগুরু,এবং শুভাকাঙ্খীদের কাছে।
আর ধন্যবাদ, ভালবাসা আমার সমালোচকদের।
আজকের দিনটা একটু অন্যরকম আমার কাছে তবে স্পেশাল কিছু যোগ হয়েছে বলে মনে হচ্ছেনা।
কোন #ফেমাস_ব্যাক্তি, #রাজনৈতিক_নেতা, এবং #বিশিষ্ট_জনদের জন্মদিন ঘটা করে পালন করা হয় বেশীরভাগ...
কিন্তু আমি এই লিস্টে নাম লিখাতে অক্ষম আর এই অক্ষমতা যেন সারাজীবন অবধি থাকে সেই দোয়াটায় করবেন প্লিজ।
কিছু মানুষের কান্ডজ্ঞান দেখে আজ অবাক হলাম,তাদেরকে আমি বলিনি আমার জন্য কিছু করতে।
কিন্তু তারা এই দিনটা উদযাপন করা নিয়ে যা করল তাথে সত্যি করুন বেদনাহত আমি।
হয়ত আমি সমাজের ফেমাস কোন পার্সন অথবা নেতা নয় বলে।
যাক কারো প্রতি আমার বিন্দুমাত্র অভিমানের বাধঁ তৈরী হয়নি।
আর আজকে আবারও নতুন করে শিখলাম কোন কাছের মানুষ,বন্ধু,আত্মীয়ের সাথে #যেচে_ভাল_হতে_চাওয়াটা_বড়_বোকামি।
মাফ করবেন হজম করতে না পেরে উগরে দিলাম সব।
।
।
সবাইকে অসংখ্য ধন্যবাদ,কৃতজ্ঞতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you ❤️